বিশেষ প্রতিবেদক।।
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত এবং আহত হয়েছেন ২শিশু।
সোমবার (২২সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, মেঘনা নদীতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামের এক জেলে মারা যান। এ সময় নৌকায় থাকা হৃদয় (১০) এবং মারুফ (০৯) নামের দুই শিশু মারাত্মক আহত হয়। আহত শিশুদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহত তাহের মাঝি উপজেলার ২নং ওয়ার্ডের বাইল্লাকান্দি এলাকার নূরু মোহাম্মদ এর ছেলে। আহত দুই শিশুর বাড়ি একই এলাকায়। তারা সুমন এবং স্বপনের শিশু সন্তান।
এদিকে যাচাই-বাছাই শেষে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।