শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
Soni
Soni

বরিশাল শ্বিবিদ্যালয়ের নতুন প্রক্টর সোনিয়া খান

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম রফিকুল ইসলামকে সরিয়ে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্মলিখিত শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। একইসাথে ড. এ.টি.এম. রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ-কে প্রক্টর (সাময়িকভাবে ভারপ্রাপ্ত) এর দায়িত্ব হতে ১৯ তারিখ থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *