শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল নগরীতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলের চেষ্টা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী মশাল মিছিলের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

আটকরা হলেন, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মো. শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার (৩৭), নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চহঠা এলাকার মো. জাকির হোসেন।

ওসি আল মামুন উল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মশাল মিছিল বের হয়। পরে ফিশারি রোড এলাকায় পৌঁছালে স্থানীয়রা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরাই মশাল মিছিলের চেষ্টা করেন। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে চারজন ধরা পড়ে এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *