শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎পিরোজপুরে নামাজরত অবস্থায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক।। 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামের ওই গৃহবধূর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

‎ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ‎নিহত আসমা আক্তার উপজেলার জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

‎নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিলেন আসমা। কিছুক্ষণ পরে তার ছেলের বউ ওজু করে এসে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. এনামুল বলেন, মরদেহের সুরতহাল হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটন করা যায়নি। ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একা নামাজ পড়ছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

‎এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এখনো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *