নিজস্ব প্রতিবেদক //
বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৬ সনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৫ জানুয়ারি (রবিবার) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি (রবিবার) প্রার্থীদের মনোনয়নের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২০ (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় বর্ণিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আচরণবিধি অনুযায়ী প্যানেল ভিত্তিক নির্বাচন নিষিদ্ধ এবং কোনো ধরনের পোস্টার, প্রচারপত্র, প্ল্যাকার্ড, মাইকিং, মিছিল বা আইন পেশার মর্যাদাবিরোধী শ্লোগান দেওয়া যাবে না।
এছাড়া নির্বাচনী বুথে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটার ব্যতীত কেউ বুথে প্রবেশ করতে পারবে না এবং কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করলে নির্বাচন উপ-পরিষদ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপ পরিষদের আহবায়ক এস. এম. সাদিকুর রহমান লিংকন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।