আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ২৬পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গত শনিবার রাতে উপজেলার গৈলা নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর শিহিপাশা গ্রামের শামচুল মারামাতের ছেলে মাদক ব্যবসায়ী রহমান মারামতকে ২৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। পুলিশের হাতে আটক রহমান মারামত উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক। এ ঘটনায় শনিবার রাতেই ডিবি’র এসআই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, রহমান মারামত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এর আগে কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহমান মারামতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।