শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

১৫টি অসহায় পরিবারকে নতুন ঘর ও ছাগল উপহার দিলেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫টি অসহায় পরিবারে নতুন ঘর ও ছাগল উপহার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
উপজেলার উত্তর ও দক্ষিন উলানিয়া ইউনিয়নে ৪টি অসহায় পরিবার জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর মাওলানা আবদুল জব্বার তাদেরকে বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ইকরা ফাউন্ডেশনকে অনুরোধ করলে সংস্থাটি নতুন ঘর নির্মাণ করে দেন।
শনিবার (৬ ডিসেম্বর ) দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ঘরগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করে হস্তান্তর করেন মাওলানা আবদুল জব্বার। এছাড়াও তিনি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ সৃষ্টির লক্ষ্যে ইকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উলানিয়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নে ১১টি অসহায় পরিবারের মাঝে ২২টি ছাগল উপহার দিয়েছেন।
এ সময় বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি, এরই ধারাবাহিকতায় অসহায় পরিবারকে নতুন ঘর ও দুস্থ ভাই-বোনদের মাঝে ছাগল উপহার দিচ্ছি।
যাদেরকে ঘর দিয়েছি তাদের মধ্যে ১টি হিন্দু পরিবারও রয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে সামান্য হলেও পরিবর্তনের পথে একটি ধাপ রাখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
উপহার বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,
ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদের সভাপতি ও দক্ষিন উলানিয়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক তালুকদার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তর উলানিয়া ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আমজাদ হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা-ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, ইকরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *