শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে দারিদ্র্য দূরীকরণে মানবিক পদক্ষেপ

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।। 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দুইজনকে ভ্যানগাড়ি এবং তিনজনকে চায়ের দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামাল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হান উজ্জামান বলেন, “সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। যাচাই-বাছাই শেষে আমরা সহায়তা দিয়েছি। আশা করি, তারা পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই সহায়তা অব্যাহত থাকবে।

ভ্যানগাড়ি পাওয়া সিডু মিয়া বলেন, অনেক দিন বেকার ছিলাম। ইউএনও স্যারের সহায়তায় ভ্যানগাড়ি পেয়েছি। এখন সংসার চালাতে পারব।

চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়া জানান, পুঁজি ছিল না। প্রশাসনের সহায়তায় নতুন করে দোকান সাজাতে পারলাম। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা থেকেই এই উদ্যোগ। এতে অসহায় মানুষ ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনেও পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ দেশের জন্য অনুকরণীয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *