বরগুরা প্রতিনিধি।।
অদ্য ২৪ সেপ্টেম্বর,২০২৫ তারিখ রোজ বুধবার,সকাল ১১ ঘটিকার সময় ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যান্ট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন ( ফিসনেট) প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিস (সিএন আর এস) এর আয়োজনে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা জেলা পানি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএন আর এস এর প্রকল্প ব্যবস্হাপক সুবোধ বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রন্জন শীল, সভায় বক্তব্য রাখেন তালতলী কলেজের অধ্যক্ষ ও তালতলী উপজেলা পানি কমিটির সভাপতি আবদুর রহমান, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন, এসমে বরগুনা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ আলম, আতিক রহমান শিক্ষক বাকি বিল্লাহ সভা পরিচালনা করেন এনজিও সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। উক্ত গঠন সভার সঞ্চালন করেন জনাব জাকির হোসেন মিরাজ,নির্বাহী পরিচালক (সিবিডিপি)।
পানি কমিটি হলো উপকূলীয় এলাকার জলাভূমি তথা পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের অধিকার নিশ্চিত করা। দেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর সক্ষমতার বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, বিশেষ করে জলাভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা, পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ ও সুন্দরবন রক্ষা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।
সভায় ফিসনেট প্রকল্পের পরিচিতি, পানি কমিটি গঠনের পটভূমি ও প্রয়োজনীয়তা এবং পানি কমিটির গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘টেকনিক্যাল অফিসার (লিগ্যাল ও অ্যাডভোকেসি)’ আতিকুর রহমান।
সভায় বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন শীল কে সভাপতি বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান কে সাধারন সম্পাদক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জাফর মো সালেহ কে সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট নার্গিস সুরমা কে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা পানি কমটি গঠন করা হয়েছে।
ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস জানান, এ প্রকল্পের মাধ্যমে জেলে পরিবারের আয় বৃদ্ধি, জীবনমানের উন্নয়ন এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
কমিটি গঠন শেষে নির্বাচিত সভাপতি চিত্ত রন্জন শীল,বলেন, এই ধরনের বিভিন্ন অংশীজনদের নিয়ে কমিটি গঠন একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি এই কমিটি মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড হিসেবে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।