শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল মোমেন সড়কের বেহাল দশা

লালমোহন প্রতিনিধি।।

লালমোহন পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে পূর্বপাশে ইমাম সাহেবের বাড়ির দরজা পর্যন্ত আব্দুল মোমেন সড়ক। মাত্র আধা কিলোমিটার এই কাঁচা সড়কটি বেহাল দশা । ওই সড়কটির বয়স হয়েছে ২৫ বছর।

দীর্ঘ এই ২৫বছরে সড়কটির কোথাও লাগেনি সংস্কারের ছোঁয়া। যার ফলে বর্তমানে সড়কটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হয়ে যায় হাঁটু পানি। এই পানি থাকে দিনের পর দিন। সড়কটির নাজুক অবস্থা হওয়ায় যানবাহনও ঠিকমতো চলাচল করে না। এতে করে দুর্ভোগের শেষ নেই ওই সড়ক দিয়ে চলাফেরা করা শত শত মানুষের।

স্থানীয়রা একের পর এক নানা স্থানে যোগাযোগ করেও সড়কের এই দুর্দশা দূর করতে পারেননি। স্থানীয় বাসিন্দা মাওলানা মো. নূরুল্লাহ ও মো. শাহে আলম বলেন, আমাদের পৌরসভাটি প্রথম শ্রেণির। তা কেবল কাগজে-কলমে। কারণ এই পৌরসভার নাগরিকরা অনেক আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যেমন পৌরসভার ৫নং নম্বর ওয়ার্ডের আব্দুল মোমেন সড়ক। এই সড়কটি বিগত ২৫ বছর আগে নির্মাণ করা হয়।

নির্মাণের পর একবারের জন্যও আর এই সড়কটি কোনো ধরনের সংস্কার করা হয়নি। সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। সড়কের বেশির ভাগ স্থানেই এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এই সড়কটি দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। কারণ একদিন বৃষ্টি হলে দিনের পর দিন সড়কে পানি জমে থাকে। যার ফলে স্থানীয়দের দুর্ভোগের শেষ থাকে না। তাই দ্রুত এই সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মনির হোসেন এবং মো. আবদুল্লাহ নাঈম নামে ওই এলাকার আরো দুই বাসিন্দা জানান, সড়কটিতে প্রচুর গর্ত থাকায় প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে শিশুদের স্কুল-মাদরাসায় পাঠানো যায় না। এছাড়া গ্রীষ্মের সময় ধুলোবালিতে নাকাল হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। যার জন্য আব্দুল মোমেন সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি তিনি এ সড়কটি সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ বলেন, পৌরসাভায় যে বরাদ্দ রয়েছে তা দিয়ে পাকা রাস্তা বা মেরামত করা সম্ভব হয়না। তবে গুরুত্ব বিবেচনায় কয়েকটি রাস্তা মেরামতের জন্য বরাদ্দ পেতে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অন্যান্য রাস্তাগুলোর সঙ্গে ওই রাস্তাটিও সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *