নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের পূজা শিকদার।
জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর পূজা শিকদার স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হয়ে তিনি নিজ নাম পরিবর্তন করে ইরা অহিদ রাখেন। এরপর ইসলামি শরিয়াহ মোতাবেক ইরা অহিদ ও অহিদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন।পরিবার–পরিজন এবং স্থানীয়দের উপস্থিতিতেই সম্পূর্ণ নিয়ম মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নবদম্পতি অহিদুল ইসলাম ও ইরা অহিল নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে অহিদুল ইসলাম জানান, গত সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে প্রথমে পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে পরবর্তীতে কাজী অফিসে ইসলামি সকল নিয়ম কানুন মেনে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।
ইরা অহিদ ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের মাধ্যমে এক বছর পূর্বে। অহিদুল রেড ক্রিসেন্ট সোসাইটির নাজিরপুর উপজেলার যুব দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকেই গভীর ভালোবাসায় পরিণত হয়।
এ ব্যাপারে অহিদুল ইসলাম এর স্ত্রী ইরা অহিদ জানান, ইসলাম ধর্ম সম্পর্কে আমার স্কুল জীবন থেকেই আগ্রহ তখন থেকেই বিভিন্ন
ইসলামি বই আমি পডতাম। ইসলাম ধর্ম সম্পর্কে জানা শোনার ভিত্তিতে আমি নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলামি শরিয়া মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
স্হানীয়রা ঘটনাটি কে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।
অহিদুল ইসলাম বলেন, বিয়ের পর আমার পরিবারের সদস্যরা আমার নব বিবাহিত স্ত্রীকে সামাজিক ভাবে মেনে নিয়েছে আমরা দু’জনেই আমার বাড়ীতে অবস্থান করছি। আমার স্ত্রীর পরিবার এখনো মেনে নেয় নি তবে আমরা আশা করছি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুবই ভালো আছি এবং সারা জীবন একআসাথে থাকার ইচ্ছা রাখি।
নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।