শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ­: প্রধান বিচারপতি

পিআইডি, বরিশাল ।।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ। ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার, কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়।

বৃহস্পতিবার বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনার’ -এ প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মামলার জট কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারকদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তী সরকার নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোতে বিরাজমান মামলার জট নিরসনে বিভিন্ন স্তরে বিচারকের পদ সৃজন হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।

সেমিনারে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্লড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এসময় ঢাকা প্রশাসনিক ট্রাইবুনালের বিচারক আমিরুল ইসলাম, বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুখ হোসাইন-সহ বরিশাল বিভাগের ৬ জেলার বিচারকবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *