এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য সমাবেশ ও গণ মিছিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম ওয়ালিউল্লাহ এবং নায়েবে আমির মাওলানা মুফতি মোঃ সফিউল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় সংসদে উভয়কক্ষে পি.আর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা।
তাঁরা আরও বলেন, জনগণের শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তবে গণতন্ত্রবিরোধী কোনো অপশক্তিই টিকে থাকতে পারবে না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।