বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কেন্দ্রীয় পাঁচ দফা দাবীতে বিভিন্ন দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজিম উদ্দিন খান।।

জুমাবার ২৬সেপ্টেম্বর, ভোলার লালমোহনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যুগপৎ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী লালমোহন কামিল মাদরাসার মাঠ থেকে এবং ইসলামী আন্দোলন করিমরোডের নিজস্ব অফিস থেকে বিক্ষোভ মিছিল করে চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়।

এসময় হাজার হাজার লোক মিছিল করে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ সংসদ সদস্য পদপ্রার্থী বিডিপির কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাঈম বলেন, “পিআর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেয়া হবেনা।

জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। তিনি আরো বলেন, পাঁচ দফা দাবি শুধুমাত্র জামায়াতে ইসলামীর দাবি নয়। তা আজ সাড়া দেশের মানুষের গন দাবীতে পরিনত হয়েছে। এর বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে পরাজিত করা হবে।

“উল্লেখ্য যে, ইসলামীদলসহ সমমনা কয়েকটি দল যুগপৎ ভাবে পাঁচ দফা দাবিতে সাড়া দেশে একযোগে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আবদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় এ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আখতার উল্লাহ, উপজেলা, ছাত্র শিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা জসিম উদ্দিন,কালমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, শ্রমিক নেতা হাসনাইন মুসা, প্রচার বিভাগের প্রধান এম এ হাসানসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় ইসলামী আন্দোলনের নেতারা পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *