বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের একটি খাল থেকে শশিভূষণ থানা পুলিশ এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে ইউনিয়ের ৪ নং ওয়ার্ডের আবদুল জলিল বেপারি বাড়ির নিকট গুচ্ছ গ্রাম সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শশিভূষণ থানা হেফাজতে নিয়ে আসে।

এলাকা সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত কাশেম আলীর পুত্র ছিদ্দিক মিয়াজী (৬৫) গত ২০ অক্টোবর সোমবার বিকেলে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন বহু খোঁজ খবর নিয়ে ও তার কোন সন্ধান পায়নি।

গতকাল খালে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী শশিভূষণ থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করলে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাশ উদ্ধারের খবর পেয়ে মৃত ছিদ্দিক মিয়াজীর পরিবারের লোকজন থানায় এসে এই লাশ তাদের বলে দাবি করেন। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্য হীন ব্যক্তি ছিলেন।

বিষয়টি শশিভূষণ থানা অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল নিশ্চিত করে বলেন,মৃত্যুর কারণ নিরুপণে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *