শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রাজাপুর প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজাপুর প্রতিনিধি মো. মনিরুজ্জামান খান।

সাধারণ সম্পাদক পদে ভোটে জয়লাভ করেছেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজাপুর প্রতিনিধি ও ৭১বাংলা আইপি টিভির ঝালকাঠি প্রতিনিধি মোঃ খলিলুর রহমান।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি এসএ টিভির ঝালকাঠি প্রতিনিধি বরকত হোসেন মৃধা, দৈনিক বরিশাল বার্তা পত্রিকার রাজাপুর প্রতিনিধি মোঃ শামসুল আলম বাবুল,সহ-সাধারন সম্পাদক দৈনিক কালবেলার রাজাপুর প্রতিনিধি গোপাল কর্মকার, কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশ প ও দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি মোঃবুলবুল আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য ৩টি পদে দৈনিক বাংলার বনে রাজাপুর প্রতিনিধি আরিফুর রহমান রনি, দৈনিক মানবজমিন, এশিয়ান টেলিভিশন, দি ডেইলি ট্রাইব্যুনাল এর রাজাপুর প্রতিনিধি, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিাণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম খায়রুল ইসলাম পলাশ ও দৈনিক ইনকিলাব পত্রিকার রাজাপুর প্রতিনিধি এনামুল হোসেন খান। বিজয়ীরা আগামী ২বছর রাজাপুর প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

এ বছরের নির্বাচনে ৯টি পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন ও শিক্ষক মোঃ জাকির হোসেন মিয়া।

ভোট গ্রহন অনুষ্ঠানে অতিথি থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ কবির হোসেন সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । এ ছাড়াও ভোট গ্রহন অনুষ্ঠানে রাজাপুর থানা পুলিশ ,বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *