সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গৌরনদীতে আইনশৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় গৌরনদী মডেল থানার কম্পাউন্ডে এ সভার আয়োজন করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন আক্তার রাখি।
সভায় এএসপি শারমিন আক্তার রাখি বলেন, “দুর্গাপূজা আমাদের অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলার সুযোগ নেই। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও নজরদারি থাকবে। যেকোনো প্রকার গুজব, উস্কানি কিংবা অপপ্রচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। উৎসবকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “গৌরনদী সর্বদা শান্তি ও সম্প্রীতির শহর। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য হটলাইন নম্বর খোলা থাকবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল হালদার এবং থানার সেকেন্ড অফিসার মোঃ ইকবাল। তারা পূজা চলাকালীন সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভায় থানার বিভিন্ন শাখার কর্মকর্তাসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।