বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার আয়োজনে ২৭সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোকিত রাজাপুর ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. কবির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির এ্যাড. হাফিজুর রহমান,ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা মো. গোলাম আজম সৈকত, মালয়েশিয়া মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মেহেদী মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা সূরা সদস্য মাওলানা আবুবক্কর, আলোকিত রাজাপুর ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, অর্থ সম্পাদক মো. মাসুম বিল্লাহ প্রমূখ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্লে গ্রুপ, নার্সারি ও প্রথম-পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক’, ‘খ’, ও ‘গ’ — তিনটি বিভাগের অন্তর্ভুক্ত মোট ৯টি গ্রুপে অনুষ্ঠিত হয় কুরআন তেলাওয়াত, নাতে রাসূল, বাংলা ও ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা।
শিশুদের কণ্ঠে কুরআনের তেলাওয়াত ও রাসূল (সা.)-এর প্রশংসা হৃদয় ছুঁয়ে গেথে যায় উপস্থিত সবার ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন,“আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা কেবল রাজাপুরে নয়, অচিরেই এটি ঝালকাঠি জেলা পেরিয়ে দেশের সর্বত্র আলোর দিশারী হয়ে উঠবে।
সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত তার বক্তব্যে বলেন, আলোকিত মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী একটি করে গোলাপ ফুল; এদের সুগন্ধ ছড়িয়ে দিতে হবে নৈতিক শিক্ষা ও সুন্দর চরিত্রের চর্চার মাধ্যমে।
আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করে বলেন—এই প্রতিষ্ঠান একদিন হবে জাতীয় পর্যায়ে শিক্ষার একটি অনন্য উদাহরণ। একে ঘিরে গড়ে উঠুক একটি আলোকিত প্রজম্ম।প্রতিযোগিতা ও আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সকলের মুখে ছিল সন্তুষ্টি আর চোখেমুখে আনন্দের দীপ্তি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।