বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলা-২ এ ‘ফ্যাসিস্ট রাজনীতি’র নমুনা—দলীয় হামলার শিকার সহকারি অ্যাটর্নি জেনারেল

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা-২ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও সরকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল মন্দিরে অনুদান দিতে যাওয়ার পথে নিজ দলীয় নেতাকর্মীর হাতে হামলার শিকার হয়েছেন। শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, অ্যাডভোকেট খলিল মন্দিরে অনুদান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন বিক্ষুব্ধ দলীয় কর্মী তার গাড়িতে হামলা চালায় ও ডিম নিক্ষেপ করে।

অ্যাডভোকেট খলিল সাংবাদিকদের বলেন, “আমি মানুষের কল্যাণে কাজ করার সময় নিজ দলের নেতাকর্মীর হাতেই ২য় বার হামলার শিকার হলাম। এটি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ আচরণ, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

বিরোধী রাজনৈতিক মহল ও স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা ভোলা-২ আসনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির নমুনা মাত্র। ক্ষমতার লড়াইয়ে বিরোধী কণ্ঠ দমন এবং অভ্যন্তরীণ কোন্দল এই ধরণের হামলার পেছনে মূল কারণ বলে তারা মনে করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোলা-২ আসনে দীর্ঘদিন ধরেই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি চলেছে। তবে সাম্প্রতিক ঘটনা স্পষ্ট করছে, শুধু বিরোধী দলই নয়, নিজের দলের মধ্যেই কোন্দল বাড়ছে এবং রাজনৈতিক সহিংসতার ঝুঁকি ক্রমেই বেড়েই চলছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *