নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমিত দত্ত এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম।
স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, স্বরূপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু, অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি আজিজুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভার শুরুতে নির্বাহী কর্মকর্তা জনাব অমিত দত্ত উপস্থিত সকল সাংবাদিকের সাথে পরিচিতি পর্ব সম্পন্ন করেন।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের চোখ। এই উপজেলায় কোথায় কী সংঘটিত হয়, আপনাদের চোখেই তা ধরা পড়ে।” তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, এই উপজেলায় কোনো প্রকার অপরাধ বা অনিয়ম না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান।
ইউএনও আরও আশ্বাস প্রদান করেন, যদি কোনো তথ্য কিংবা প্রশাসনিকভাবে সহযোগিতার প্রয়োজন হয়, তবে সে বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। জবাবে উপস্থিত সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে নেছারাবাদ উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।