বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান এর নেতৃত্বে কয়েকটি টিমে ভাগ হয়ে ৬টি ইউনিয়নের ২৬টি পূজা মণ্ডপে যান যুবদল নেতৃবৃন্দ। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির হাতে সহায়তা পৌঁছে দেন তারা।
এ সময় রকিবুল হাসান খান বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুমহান ঐতিহ্য রয়েছে, সেটিকে ধরে রাখতেই যুবদল এ উদ্যোগ নিয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যুবদলের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ধরনের সহায়তা সম্প্রীতির বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, রিয়াজ শরিফ, মো. রাজিব হোসেন, লিটন তালুকদার, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের নেতা ফারুক হোসেন, আমির হোসেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম পলাশ, সদস্য সচিব কাওসার হোসেন, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত, সদস্য সচিব জাকির মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব ওবায়দুল করিম মোকলেছ, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজুল ইসলাম, সদস্য সচিব মো. মাসুদ রাড়ী, মাধবপাশা ইউনিয়ন যুবদলের নেতা মো. আতিকুর রহমান সবুজ, রুবেল হোসেন, আয়নাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজ মাহমুদ, কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম অপু, দেহেরগতি ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আপেল খানসহ প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।
এ সময় যুবদল নেতারা পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তি-সম্প্রীতির আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।