বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাবুগঞ্জে পূজা মন্ডপে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের পরিদর্শন ও সহায়তা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় পূজা আয়োজকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বরিশাল জেলা সহ সভাপতি মোঃ সালাহউদ্দিন আহম্মেদ দুলাল, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, যুব অধিকার পরিষদ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের প্রঃ মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী আকবর বেপারী, যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছত্তার হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কে এম আল আমিন ও মোঃ তামিম, কেদারপুর ইউনিয়নের মোঃ ফজলুল করিম ও মোঃ নুরুল হক হাওলাদারসহ মোঃ মোকলেছ আকন, মোঃ ইসমাইল খান, মোঃ যয়নাল আবেদিন মৃধা, মোঃ নুরুল ইসলাম মুন্সি, মোঃ কালাম মৃধা, মোঃ কামাল সিকদার, দেহেরগতি ইউনিয়নের মোঃ হারুন মোল্লা, মোঃ হৃদয় হাওলাদার, মোঃ মিজানুর রহমান সরিফ, মাধবপাষা ইউনিয়নের রাসেল তালুকদার ও মোঃ সুমন, দেহেরগতি ইউনিয়নের মোঃ সবুজ তালুকদার, রহমতপুর ইউনিয়নের মোঃ মামুন, এস এম জুয়েল সরদার ও মোঃ আলী, চাঁদপাশা ইউনিয়নের মোঃ মতিউর রহমান রারী ও মোঃ ফয়েজসহ আরও অনেকে।

এ সময় নেতৃবৃন্দ গণধিকার পরিষদ মনোনীত বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত অংশগ্রহণেই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গণধিকার পরিষদ সর্বদা কাজ করে যাবে।”

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *