নেছারাবাদ প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণ ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়িতে ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’-এর উদ্যোগে গতকাল শুক্রবার সকালে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা ও ফজিলা রহমান মহিলা কলেজের সাবেক সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজহারুল ইসলাম টুটুল এবং সদস্য মো. মহসিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. ইব্রাহিম মিয়া।
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে ‘প্রচেষ্টা মানুষের জন্য’ স্লোগানটির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে প্রচেষ্টা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চিকিৎসা সেবায় দুর্গম পথে সুবিধার জন্য বিভিন্ন মেডিকেল ইক্যুইপমেন্টের পাশাপাশি ট্রলার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলদিয়া ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি ‘অবহেলিত ইউনিয়ন’ হিসেবে উল্লেখ করে বলেন, “এখানকার রাস্তাঘাট এতটাই খারাপ যে বৃদ্ধ ও রোগীদের নিয়ে জরুরি মুহূর্তে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব। তাই, এই অঞ্চলে জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা।”
ড.রফিকুল ইসলাম আরও জানান, আজকের কম্বল বিতরণ করা হল, আগামীতেও এজাতীয় সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।