নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠিত হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।
৭অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে এ টিকাদান ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্হার ২০১৯ এর তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ১লক্ষ ১০হাজার মানুষ মৃত্যুবরন করে পাশাপাশি বিশ্বের উন্নত দেশগুলোতে এ রোগের প্রাদুর্ভাব কম হলেও বাংলাদেশ সহ অনেক দেশে এর প্রাদুর্ভাব রয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিউলী পারভীন বলেন, টিকা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র ছাত্রীকে https://vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকাদান কার্ড ডাউনলোড করে টিকা গ্রহন করতে হবে। এক্ষেত্রে ৮ম/৯ম শ্রেনী ছাত্র ছাত্রীকে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫বছরের বেশী তাদের স্বাস্থ্য সহকারী অথবা টিকাদান কর্মীর সাথে যোগাযোগ করতে বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমীন আরো দিক নির্দেশনামূলক তথ্য তুলে ধরেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।