নিজস্ব প্রতিবেদক।।
বরগুনায় হাসপাতাল থেকে সরকারি চাদর এবং বালিশ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইমার্জেন্সি অ্যাটেনডেন্টসহ চার স্টাফকে মারধর করেছেন রোগীর স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে বরিশালে রেফার্ড হওয়া আহত এক রোগীর স্বজনরা এ মারধর করেন।
শুক্রবার (২০জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। একই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগী মো. ফারদিন মৃধা বাদী হয়ে ৮জনের নাম উল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত করে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে হাতে পায়ে জখম নিয়ে আবু বক্কর নামে এক আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় আবু বক্করকে নিয়ে অ্যাম্বুলেন্সে বরিশালের উদ্দেশ্যে রওনা করলে হাসপাতালের জরুরি বিভাগের সরকারি চাদর এবং বালিশ সঙ্গে নেয় স্বজনরা। পরে হাসপাতালের স্টাফরা বাধা দিলে তাদেরকে মারধর করে আহত আবু বক্করের স্বজনরা। এসময় ওই স্টাফদের চিৎকার শুনে হাসপাতালের অন্য স্টাফরাও ছুটে আসেন। পরে মারধরে জড়িত থাকা চারজনকে ধরে পুলিশ হেফাজতে দিয়ে দেন তারা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হাসপাতালের চাদর এবং বালিশ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কর্মরত কয়েকজন স্টাফকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ঘটনার সময় হাসপাতাল কর্তৃপক্ষ চারজনক আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।