রবিবার, মে ৪, ২০২৫
jamat e islami
jamat e islami

বরিশালে শহিদ পরিবারের পাশ অধ্যাপক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবদুল্লাহ আল আবিরের বরিশালের বাসায় তার পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি শনিবার রাতে নগরীর গোরাচাঁদ দাশ রোডে তাদের নিজ বাড়িতে শহীদ আবিরের মা-বাবার সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজ খবর নেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আপনারা গর্বিত শহীদের পিতা মাতা, আপনারা দোয়া করুন আল্লাহ যেন আবিরকে শহীদ হিসেবে কবুল করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবর, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি উত্তর থানার আমীর অধ্যাপক মোঃ আনোয়ার হোসাইন, পেশাজীবির সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন প্রমুখ।

আরো পড়ুন

দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন মাওলানা অধ্যাপক আখতার ফারুক। তিনি ১৯২৯ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *