নিজস্ব প্রতিবেদক।।
মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
০৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শিল্পকলা একাডেমির হলরুমে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুম বিল্লাহ। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাফিন রহমান, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সাংবাদিক আযাদ আলাউদ্দীন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বরিশাল প্রতিনিধি দেবাশীষ চক্রবর্ত্তী, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ সভাপতি মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।