শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আমি কন্যা শিশু, ‘সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি’ স্লোগানে গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‎সোলায়মান তুহিনগৌরনদী প্রতিনিধি।।

‎”আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহস এ লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্র্যাকের (SELP) সহযোগিতায় গত বুধবার (৮অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

‎​সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয় এবং র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। তিনি কন্যা শিশুদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরে বলেন,
‎​”আজকের কন্যা শিশুরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। তাদের স্বপ্নগুলো যেন ডানা মেলে উড়তে পারে, সেই সাহস ও সক্ষমতা আমাদেরকেই জোগাতে হবে। একটি উন্নত জাতি গঠনে কন্যা শিশুদের মেধা ও মননকে কাজে লাগানো অপরিহার্য। প্রতিটি পরিবারকে নিশ্চিত করতে হবে যেন কোনো কন্যা শিশু শিক্ষাবঞ্চিত না হয় বা তাদের সম্ভাবনাগুলো অকালে ঝরে না যায়। এই কন্যা শিশুরাই একদিন দেশের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তাদের সুরক্ষা ও ক্ষমতায়নে আমরা বদ্ধপরিকর।”

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি কন্যা শিশুদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, ​”কন্যা শিশুদের দিকে এখন আর কেবল করুণার দৃষ্টিতে দেখলে চলবে না, দেখতে হবে শক্তি ও সম্ভাবনার প্রতীক হিসেবে। আমাদের সমাজে কন্যাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে হবে। সাংবাদিক হিসেবে আমি মনে করি, সমাজের দর্পণ হিসেবে আমাদের দায়িত্ব হলো কন্যাদের অধিকার সুরক্ষায় ইতিবাচক খবরগুলো সামনে আনা। মনে রাখবেন, একটি কন্যা যখন শিক্ষিত ও স্বাবলম্বী হয়, তখন কেবল একটি পরিবার নয়, একটি প্রজন্ম আলোর মুখ দেখে। কন্যা সন্তানের মূল্য দিতে শিখুন, তবেই দেশ সত্যিকারের প্রগতি লাভ করবে।”

‎​সম্মাননা প্রদান ও অন্যান্য অতিথিদের উপস্থিতি
‎​আলোচনা শেষে, সামাজিক ক্ষমতায়ন আইনের সুরক্ষা কর্মসূচি (SELP)-এর আওতায় স্বপ্নসারথি দলের ২৪ জন কিশোরীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ ইব্রাহিম। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহস ও দক্ষতার পরিচয় দেওয়ায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, কাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, এলজিইডি কর্মকর্তা মেজবাউদ্দিন, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মেসা. আছমা আক্তার, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা সকলে কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *