মোশাররফ মুন্না॥
ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বরিশাল জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চিকিৎসক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর কিংফিশার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের পেশাজীবি ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন।
প্রধান আলোচক ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলতাফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফের বরিশাল জেলা শাখার সভাপতি ডা. খান আব্দুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. কে এম জাহিদুল ইসলাম।