শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তৃতীয় দিনেও চলছে নলছিটির স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার আন্দোলন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে সরকারি স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। গত ৬অক্টোবর সোমবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে অংশ নিয়েছেন নানান শ্রেণি-পেশার মানুষ।

‘স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন নলছিটি’ নামের ব্যানারে প্রতিদিন সকাল ৯টা ৩০মিনিট থেকে দিনব্যাপী চলছে অবস্থান কর্মসূচি। তৃতীয় দিনে এসে আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আন্দোলনের অগ্রগতি ও প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরেন।

বুধবার (৮অক্টোবর) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত প্রেসবিফিং পাঠ করেন মো. শাহাদাৎ ফকির।

এসময় উপস্থিত ছিলেন আন্দোলনের মূল সংগঠক সাথী আক্তার, আব্দুর রাজ্জাক মাস্টার, ইমরান হোসেন, মারজান খান, সাইফুল ইসলাম, বালী তূর্য, রমজান, আবু মূসা, নাফিউলসহ অন্যান্য আন্দোলনকারীরা।

তারা জানান, জেলা সিভিল সার্জন ডা. হুমায়ূন কবির ইতোমধ্যে তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আন্দোলনের বিষয় জানতে চেয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীনের সাথেও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

তারা বলেন, সিভিল সার্জন মৌখিকভাবে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন, তবে দাবি বাস্তবায়নের রূপরেখা ও সময়সীমা না জানানো পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনকারীদের ১২ দফা দাবি ও প্রশাসনের প্রতিক্রিয়া

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা একে একে তাদের ১২ দফা দাবি ও প্রশাসনের প্রতিক্রিয়া তুলে ধরেন:

১. চিকিৎসক পদায়ন:
৪৮তম বিসিএস থেকে ৪–৫ জন চিকিৎসক পদায়নের আশ্বাস পাওয়া গেছে, যা অক্টোবরের শেষ নাগাদ হতে পারে।

২. অপারেশন থিয়েটার ও সিজারিয়ান সেকশন চালু:
বিশেষজ্ঞ চিকিৎসক না পেলেও সপ্তাহে অন্তত একদিন সিজারিয়ান সেবা দেয়ার চেষ্টা করা হবে।

৩. আলট্রাসনোগ্রাম মেশিন চালু:
পুরনো মেশিনটি বিকল, নতুন মেশিন বরাদ্দের চেষ্টা চলছে।

৪. নতুন ডিজিটাল এক্স-রে মেশিন:
পুরনো মডেল বদলে নতুন ডিজিটাল মেশিন চাওয়া হয়েছে।

৫. প্যাথলজিতে সকল টেস্ট চালু:
নষ্ট যন্ত্রপাতি ও কিটের সংকট দূর করে টেস্টগুলো চালুর উদ্যোগ নেয়া হবে।

৬. বিকল্প বিদ্যুৎ (সোলার সিস্টেম):
সোলার পাওয়ারিং ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রস্তাব জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হবে।

৭. পানির ফিল্টার সচল:
সব পানির ফিল্টার দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

৮. রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ সরবরাহ:
৫০ শয্যার জন্য বরাদ্দ বৃদ্ধি করার সুপারিশ করা হবে।

৯. অ্যাম্বুলেন্স সেবায় জ্বালানি তেল বাড়ানো:
বার্ষিক বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

১০. বরিশাল রেফার কমানো:
চিকিৎসক সংকট মিটলে রেফারের হার কমবে।

১১. খাবারের মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা বৃদ্ধি:
খাবারের ঠিকাদার পরিবর্তনে জটিলতা থাকলেও মানোন্নয়নে তদারকি বাড়ানো হবে।

১২. নার্স ও স্টাফদের আচরণ উন্নয়ন:
ভালো আচরণের নির্দেশনা ফের জোরদার করা হবে।

আন্দোলনকারীরা বলেন, “যতক্ষণ না প্রশাসন লিখিতভাবে আমাদের দাবিগুলোর রূপরেখা ও বাস্তবায়নের সময় জানাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

সংবাদ সম্মেলন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নলছিটি বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *