এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। গত ০৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা থেকে ০৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত উপজেলার তেতুঁলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ছয়জন জেলেকে মোট ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মিছির খা (৫০), গ্রাম: দেবীর চর, লালমোহন, ভোলা ৩,০০০ টাকা। নুর হোসেন (২৫), গ্রাম: দেবীরচর, লালমোহন ৫,০০০ টাকা। মো. হারুন (৬০), গ্রাম: দেবীরচর, লালমোহন ৩,০০০ টাকা। মো. নাছির (৩৫), গ্রাম: দেবীরচর, লালমোহন ৫,০০০ টাকা। মো. এমরান হোসেন (২৫), গ্রাম: সাচড়া, ৬নং ওয়ার্ড, বোরহানউদ্দিন ৫,০০০ টাকা এবং সুমন (২০), গ্রাম: চর কচুয়া, লালমোহন ৫,০০০ টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানকালে জব্দকৃত প্রায় ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।