বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম সরোয়ারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম গোলাম সারোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।তিনি ছিলেন ৭১’র বীর সেনানী ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত  সদস্য।
তিনি শুক্রবার ৪.৩০ টায় ঢাকার মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।শনিবার সকাল ১১ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে তার জানাজা নামায অনুষ্ঠিত হয়।জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের নেতৃত্বে তার মরদেহকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)জি এম এ মুনিব এবং বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।
পৌরসভার ৬ নং ওয়ার্ডে মোঃ নুরুল হক বেপারির পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে তিনি জ্যেষ্ঠ সন্তান।তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির(সেলিম ভূইয়া গ্রুপ) বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের বড় ভাই।মৃত্যুকালে তিনি চার পুত্র, এক মেয়ে, এক স্ত্রী ও নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার জানাজা নামাজে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *