শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বানারীপাড়ার চাখারে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে ২০০বছরের পুরনো যাতায়াতের পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সীমান্ত ঘেষা দুটি গ্রাম দড়িকর ও লস্করপুরে।

এ ব্যাপারে লস্করপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতান হোসেন হাওলাদার এর স্ত্রী মোসাম্মৎ আমিরুন্নেসা (৬০) বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন যে,প্রায় দুইশত বছরের পুরনো রাস্তাটি একই বাড়ির মোহাম্মদ সৈয়দ মনির হোসেনের স্ত্রী নুপুর বেগম (৩৫) জোরপূর্বক দখল করে রান্নাঘর নির্মাণের চেষ্টা করেন।রান্নাঘর নির্মাণের বিষয়টি আমিরুন্নেসা ও তার বাড়ির অন্যান্য বাসিন্দারা টের পেয়ে তারা নুপুর বেগমকে বাধা প্রদান করে।

এতে নুপুর বেগম তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি দামকি দেয়। আমিরুন্নেসা জানান প্রায় ২০০বছরের পুরনো রাস্তাটি তাদের সম্পত্তি। তারা এ রাস্তাটি স্থায়ীভাবে মানুষের চলাচলের জন্য রাখতে চান কিন্তু নুপুর বেগম সহ একটি কুচক্রী মহল রাস্তাটি আটকে দিতে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি আরো জানান বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করতে চাইলে সৈয়দ মনির হোসেন ও তার স্ত্রী নুপুর বেগম এগিয়ে আসেনি।

ওই বাড়ির লোকজন আরো জানান যে, এ রাস্তাটি থেকে স্কুল, মাদ্রাসা, কলেজ ও মসজিদের মুসল্লীসহ অসংখ্য মানুষ বছরের পর বছর যাতায়াত করছে অথচ একটি কুচক্রী মহল রাস্তাটি বন্ধের পায়তারা করতেছে।তারা সকলে মিলে এ চক্রান্ত রুখে দেয়ার ঘোষনা দেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *