শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলা কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি ও দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮অক্টোবর) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা হলরুম সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ আফসার উদ্দিন হাওলাদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ আরো অনেক।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে সকলকে কাজ করতে হবে। হিজলা উপজেলার বিভিন্ন এনজিও,কিশোর কিশোরী, শিক্ষার্থীরা,মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *