বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

অফিস সহকারি থেকে কোটিপতি

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসায় ঘটেছে বড় ধরনের উপবৃত্তি কেলেঙ্কারি। প্রতিষ্ঠানের অফিস সহকারি কামাল উদ্দিন মিরাজ অভিযোগের কেন্দ্রে।

মাত্র ১২হাজার টাকায় চাকরি শুরু করে চার বছরে তিনি হয়েছেন কোটিপতি। তদন্তে বেরিয়েছে, তিনি তিন শতাধিক ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা তুলে নিয়েছেন, যার পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

OTP কোড ব্যবস্থার ফাঁক ব্যবহার করে প্রিন্সিপালের অজ্ঞাতসারে তিনি অনুমোদন নিতেন বলে দাবি তদন্ত কমিটির। সরকারি ওয়েবসাইটে দেখানো হয় ৭৫০জন শিক্ষার্থী, বাস্তবে ছিলেন মাত্র ৪৫০জন।

কামালের নামে এখন দোতলা বাড়ি ও ৩০ শতাংশ জমি। স্থানীয়রা বলছেন, “একসময় ভাড়া বাড়িতে থাকতেন, এখন গাড়ি চড়েন।”

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তদন্তে জাল নথি, নকল অভিভাবক তথ্য ও ভুয়া রেজিস্ট্রেশনের প্রমাণ মিলেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিভাবকদের ক্ষোভ যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেখানে দুর্নীতির অন্ধকারে ডুবে গেছে মাদ্রাসা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *