হিজলা প্রতিনিধি।।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীর মোহনায় মা ইলিশ ধরায় অবৈধ কারেন্ট জাল সহ ৩১ জন জেলেকে আটক করেছে মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (৮অক্টোবর) রাতে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪অক্টোবর থেকে ২৫অক্টোবর পর্যন্ত মোট ২২দিন সারাদেশে ইলিশের ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর,কোস্টগার্ড ও নৌ পুলিশ মেঘনা নদীতে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮অক্টোবর) সকাল ৮টা থেকে রাত পর্যন্ত মৎস্য অধিদপ্তর,কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রায় ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০কেজি ইলিশ মাছ, ২৮জন জেলেকে আটক করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার জানান, আটক জেলেদের মধ্যে চারজনের বয়স ১৮বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। তিন জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বাকি ২৪জনকে ১৮দিনের জন্য জেলে পাঠানো হয়েছে।
পরে জব্দ করা জাল উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।