বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালন করা হয়েছে।

১৩অক্টোবর সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি রেলি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে আগুন দূর্যোগে পড়লে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে তা উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনের মাঠে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতিনিধিদল প্রদর্শন করে দেখান।

সেখানে তারা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুন লাগলে এবং ঘরের চুলা অথবা হঠাৎ করে অন্য কোনো কিছুতে আগুন লাগলে প্রাথমিকভাবে কিভাবে নিভানো যায় তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করে দেখান।এরপর ওই স্থানেই দূর্যোগ থেকে রক্ষা ও দূর্যোগ প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্বার্থ সারথি দেউরি,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ ইলিয়াস শেখ,প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, মোঃ সাব্বির হোসেন প্রমূখ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *