এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়াচর স্কুলমাঠে এক উঠান বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
সভায় তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন,“এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
তাঁরা আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী সাংগঠনিক সম্পাদক মো. মাছুম শরীফ দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে তারা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।