শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মহিপুরে সুশীলনের উদ্যোগে অসহায় নারীদের কৃষি উপকরণ বিতরণ

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর উদ্যোগে ও আইআরসি এবং সিডা-এর সহযোগিতায় অসহায় ও নিম্নআয়ের নারীদের মাঝে জলবায়ু সহনশীল সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪অক্টোবর) বেলা ১টায় মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৪৭ জন এবং দ্বিতীয় ধাপে ৫৩ জনসহ মোট প্রায় শতাধিক নারী উপকারভোগীর মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—সিম, করলা, পুঁইশাক, কলমিশাক, বরবটি, কুমড়া, নেটজাল ও ১০ কেজি জৈব সারসহ বিভিন্ন বীজ ও কৃষি সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সুশীলন কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মোঃ ফোরকান আহমেদ, সাংবাদিক আল-আমিন অনিক, মহিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সাদিয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীদের ঘরোয়া সবজি উৎপাদনে সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা খাদ্যে স্বনির্ভর হতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক সহায়তা দিতে পারেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *