বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরগুনায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে আমতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।  এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আমতলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. জুয়েল গাজী বলেন,  খবর পেয়ে আমি ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশটি থানার হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে খাবার দিতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়

তালতলী প্রতিনিধি।। অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *