শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আলীপুর বাজার ব্যবসায়ী নির্বাচন ১৯প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭টি পদে মোট ১৯জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ০১নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ ও ব্যাপক আগ্রহ। প্রার্থীরা ইতোমধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগ শুরু করেছেন।

সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন ৪জন আবু আফিফ মোঃ হানিফ, মোঃ সাইদুল ইসলাম (সাঈদ), মোঃ আবু হানিফ খাঁন ও মোঃ মিজানুর রহমান। সহ-সভাপতি পদে ৩ জন মোঃ মশিউর রহমান, ডাঃ মুহিব্বুল্লাহ ও মোঃ তোফাজ্জেল হোসাইন।

সাধারণ সম্পাদক পদে ৩জন মোঃ আলমগীর হাওলাদার, মোঃ সোহরাব হোসেন ও হাফেজ শহীদুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন মোঃ শাহীন হাওলাদার, সালাহ উদ্দীন ও মোঃ জসিম।

কোষাধ্যক্ষ পদে ২জন সাঈদুর রহমান তুহিন ও মোঃ আহসান উল্লাহ। দপ্তর সম্পাদক পদে ২জন মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আসাদুল গাজী। প্রচার সম্পাদক পদে ২ জন মোঃ রেদোয়ান হাওলাদার ও শাহজাহান মুসুল্লী।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন ডাঃ হাবিবুর রহমান (সদস্যসচিব), মুফতী হাবিবুর রহমান মিছবাহ (মুখপাত্র), কাওসার মনির (সহকারী মুখপাত্র), মোশাররফ খাঁন, ডাঃ দেলোয়ার হোসেন, কবির হাওলাদার, আতিকুর রহমান মিলন, মাসুম ফরাজী, নরোত্তম ঘোষ ও রেজা ইসলাম।

নির্বাচনকে ঘিরে আলীপুর বাজারে এখন উৎসবের রঙ ছড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যা বাজার কমিটিকে আরও সক্রিয় করবে বলে তাদের আশা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *