বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী করিম সিকদার এর উপর যুবদল নেতার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি বিকাল ৪.৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী যুবদল নেতা বাচ্চুর গ্রেফতার এর দাবি জানান। চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারী বাচ্চু গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির ঘোষনা করেন এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,মঙ্গলবার ২৭ জানুয়ারি আনুমানিক রাত আটটার দিকে উপজেলার সাড়ে চার আনি এলাকায় পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মসজিদ থেকে জামায়াতে ইসলামী কর্মী আব্দুল করিম শিকদার এশার নামাজ শেষে দাড়িপাল্লার প্রচারনায় নামলে হঠাৎ অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মী।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।আহত করিম সিকদার জানান সদর ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু হঠাৎ ৫০-৬০ জন লোক নিয়ে আমার পথরোধ করে বলে জামায়াত করো এই বলেই হামলা চালায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক অ্যাড. শাহে আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক শাকিল আহমেদ, মূখ্য সমন্বয়ক তানিম আহমেদ, এনসিপির যুব সংগঠন এর কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক বদিউন নবি পলাশ, ইসলামি ছাত্র শিবির এর জেলা সভাপতি এনামূল ইসলাম প্রমূখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।