শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

হিজলা প্রতিনিধি।।

“Be a hand washing hero” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস (২০২৫) উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এ র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার।

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যর ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণব চন্দ্র বৈদ্য ।

এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *