পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুর-২ (কাউখালী–ভাণ্ডারিয়া–নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মনজুর সুমন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “চূড়ান্ত মনোনয়ন প্রদানের জন্য আমি এবং আমার প্রাণের এলাকা কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদের প্রাণপ্রিয় জনগণ এবং দলের নেতাকর্মীদের ভালোবাসা ও ঐক্য নিয়ে আমরা এই আসনে বিজয় অর্জন করব—ইনশাআল্লাহ।”
এদিকে, মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর-২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।