বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নলছিটিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকালে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বেসরকারি সম্মিলিত শিক্ষক কর্মচারী পরিবার, নলছিটি, ঝালকাঠি।

আয়োজনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি শিক্ষকদের অবদান অপরিসীম, অথচ তাদের ন্যায্য দাবি আজও পূরণ হয়নি। শিক্ষকরা ন্যায্য বেতন-ভাতা, সরকারি সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।

তারা শিক্ষকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *