বোরহানউদ্দিন প্রতিনিধি।।
মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। ১৫অক্টোবর রাত থেকে ১৬অক্টোবর সকাল ৬টা পর্যন্ত উপজেলার তেতুঁলিয়া নদীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের অপরাধে ২১ জন জেলেকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান ৯জন এবং সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস অন্য ১২জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৩০কেজি ইলিশ মাছ বিধি মোতাবেক বিতরণ করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, নৌ-কন্টিনজেন্ট, বোরহানউদ্দিন ও বোরহানউদ্দিন থানা প্রশাসনের সদস্যরা সহায়তা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।