বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাকেরগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের জিবিভি প্রতিরোধ কর্ম পরিকল্পনা

বাকেরগঞ্জ প্রতিনিধি।। 

বরিশালের বাকেরগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন জেন্ডার বেস ভায়োলেন্স (জিবিভি) প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

৩০জুলাই বুধবার দুপুর ১টায় উপজেলার শিক্ষা অফিস ট্রেইনিং রুমে এ প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়।
শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজামুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার খন্দকার আমীনুল ইসলাম। অনন্যদের মধ্যে  হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং শিক্ষার্থীরা।

আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ-মায়িশা খান, অনিক বিশ্বাস, কিশোর মিস্ত্রি এবং ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *