শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কুয়াকাটা বাসস্ট্যান্ডে তিন যুবকের গাঁজা সেবনে কারাদণ্ড, ড্রাইভারকে জরিমানা

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে কারাদণ্ড এবং এক বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩অক্টোবর) রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. কাজল ভূঁইয়া (২২), মো. আমীর হোসেন (৩৩), মো. মিজান তালুকদার (৪৫)।

এছাড়া একই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে মাদক সেবন ও যানবাহনের বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *