শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ব্যাংকেরহাট কো-অপারেটিভ কলেজ ভোলা সদরে ‘প্রথম’

নিজস্ব প্রতিবেদক।।

এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০২৫ সালে বরিশাল শিক্ষা বোর্ডে ভোলা জেলার অবস্থান তৃতীয়। যেখানে ভোলা সদরের বেসরকারি কলেজগুলোর মধ্যে ফলাফলে পাসের হারে এগিয়ে ব্যাংকেরহাট কো-অপারেটিভ ডিগ্রি কলেজ।

কলেজটির পাসের হার ৮৪.১৩ % হলেও ভোলা সদরে বেসরকারি কলেজ গুলোর মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায়ও বেশকয়েকটি জিপিএ-৫ সহ শিক্ষার্থীরা শতভাগ পাস করেছিল।

কলেজের ইংরেজী প্রভাষক জহিরুল ইসলাম ইভান তালুকদার বলেন, আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে আমরা এ সুনাম অর্জনে সক্ষম হয়েছি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারুক বলেন, এ অর্জন শুধু আমাদের নয়, পুরো এলাকাবসীর। কলেজের প্রত্যেক শিক্ষক কর্মকার্তা কর্মচারীসহ কলেজ কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই এবং আমাদের কলেজের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য যে, ভোলা সদরের কবি মোজাম্মেল হক কলেজ ৮২.৪২%, মানিক মিয়া আইডিয়াল কলেজ ৭৮.৫৭%, নাজিউর রহমান ডিগ্রী কলেজ ৭৩.১২%, ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ ৬৯.৭২%, আলতাজের রহমান কলেজ ৬৬.৬৭%, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ ৫২.০০%, রেবা রহমান কলেজ ৪৬.৯৭%, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ৪৫.৩২%, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ ৩৩.৩৩% হারে পাশ করছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *