শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নির্বাচিত হলে চরফ্যাশনকে মাদকমুক্ত করা হবে-অধ্যক্ষ মোস্তফা কামাল

নুর উল্লাহ আরিফ।।

জামায়াতে ইসলামী নেতা (ভোলা-৪) আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, যুব সমাজকে দীর্ঘ ১৭ বছর মাদকাসক্ত করে ধ্বংস করে দিয়েছে। যুবসমাজের চারিত্রিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা নির্বাচিত হলে চরফ্যাশনকে মাদকমুক্ত করা হবে। সকল অপসংস্কৃতি দূর করে যুব সমাজকে নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলব।

বৃহস্পতিবার ১৭অক্টোবর চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যুবকেরাই সমাজকে এগিয়ে নিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করা হবে।

উপজেলা জামায়াতের যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী হারুনুর রশীদ, উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইন ,উপজেলা শাখার সম্পাদক মাওলানা মো. আবুল কাশেম, সহকারী সম্পাদক এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক মামুন আলমসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ বলেছেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা হবে। উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো.শরীফ বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন মহা উৎসবের সাথে পালিত হবে বলে বিশ্বাস করি। আমাদের নেতারা ইসলামের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমাদের সামনে সেই সুযোগ হাজির হয়েছে। দেশের সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছে।

মাওলানা জহিরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আজকের যুব সমাবেশ তার ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত যতো সমীক্ষা হয়েছে, সব সমীক্ষায় দেখা গেলে আগামীতে ইসলামি দল বিজয়ী হবে।
পরে একটি র‍্যালী বের করে যুব বিভাগ। এসময় র‍্যালীটি চরফ্যাশন সদর প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। এতে শতশত যুব জামাত ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *